ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যারা ভোট দিতে যাবেনা তাদের তালিকা করা হবে : রেলমন্ত্রী

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যারা ভোট দিতে কেন্দ্রে যাবে না তাদের নামের তালিকা করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) পঞ্চগড়-২ আসনে তার নির্বাচনী এলাকা দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকায় নির্বাচনী সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘একটি দল বের হয়েছে। তারা বলছে ভোট দেবেন না।

তাদের কথায় যারা ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে না, আমরা তাদের তালিকা করব। আমরা দুইটি তালিকা করব। একটিতে কারা ভোট দিতে কেন্দ্রে যাচ্ছে, আর একটিতে কারা যাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘আপনি সরকারি সুযোগ-সুবিধা নিবেন আর নাগরিক অধিকার ভোট দিতে যাবেন না তা হবে না।

আমরা নৌকাকে ভোট দিতে বলছি না, আপনাদের যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু ভোট কেন্দ্রে গিয়েই ভোট দেন। যারা ভোট দেবেন না তারা চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে যে সুযোগ-সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।’

জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘এই বিষয়টি নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি নামে যে কমিটি আছে তারা দেখছেন।

আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।’

>>>  ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দিতে উদগ্রীব : সেতুমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :