ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মামলা দায়েরের চেয়ে নিস্পত্তির সংখ্যা বেশি : প্রধান বিচারপতি

দৈনিক স্লোগান রাজনীতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সারাদেশে মামলা জটকে একটা সহনশীল পর্যায়ে আনতে আমরা কাজ করে চলছি। গত বছর অর্থাৎ ২০২২ সালে সুপ্রীম কোর্টে ১৫৫টি ডেথ রেফারেন্স নিস্পত্তি হয়েছে, যা বিগত ৫০ বছরের মধ্যেও হয়নি। একইভাবে সারাদেশে গত বছর অধীনস্থ আদালতগুলোতে ৮ লাখেরও বেশি মামলা ডিসপোজাল (নিস্পত্তি) হয়েছে। আর কেস ফাইলিংয়ের সংখ্যা ছিলো ৭ লাখের কিছুটা বেশি। অর্থাৎ মামলা দায়েরের তুলনায় নিস্পত্তির সংখ্যা ছিল বেশি। আজ বৃহস্পতিবার সকালে শেরপুর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান বিচারপতি একথা বলেন।

তিনি শেরপুর জেলার বিচার বিভাগের প্রশংসা করে বলেন, শেরপুর জেলায় মামলা নিস্পত্তির হার অন্যান্য জেলার তুলনায় খুবই ভালো অবস্থায় রয়েছে। এখানে গত বছর ফৌজদারীতে মামলা নিস্পত্তির ছিলো প্রায় ১৪২ ভাগ। অর্থাৎ ১০০ মামলা দায়ের হলে পুরোনো মামলাসহ নিষ্পত্তি হয়েছে প্রায় ১৪২টি। একইভাবে এখানে গত বছর সিভিল মামলায় নিস্পত্তির হার ছিলো প্রায় ১০১ ভাগ। বর্তমান বছরের প্রথম তিন মাসে সিভিলে মামলা নিস্পত্তির হার প্রায় ১০৬ বাগে উন্নীত হয়েছে। যা একটি দৃষ্টান্ত। এজন্য তিনি জজশীপের বিচারক, আইনজীবী, আইনজীবী সহকারি সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না।

প্রধান বিচারপতি বলেন, যাদের বয়স ৭০-৮০ বছর তারা ভালো জানেন, আগে দেশের অবস্থা কী ছিলো, আর এখন দেশের কী অবস্থা। শত বাঁধা স্বত্ত্বেও আমাদের দেশ আগের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। একটি গতিশীল রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকেও গতিশীল করতে হবে। আমাদের রূপরেখায় দেশকে আরো গতিশীলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। রাষ্ট্রের আর্থিক সংগতি বৃদ্ধি করা ও সেইসাথে আমাদের যে দায়িত্ব গতিশীল রাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে গতিশীল জুডিশিয়ারী তৈরী করা। আমরা বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ এবং আইনজীবী সহকারীবৃন্দ সবাই মিলে চেষ্টা করছি জুডিশিয়াল সিস্টেমকে আরো গতিশীল করতে, মামলা জট কমাতে। এজন্য তিনি আইনজীবী এবং বিচারকদের সততার সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

>>>  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদ গ্রেপ্তার

এর আগে প্রধান বিচারপতি জেলা জজ আদালত মিলনায়তনে জজশীপের বিচারকদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি আদালত প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন। পরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা সভায় যোগ দেন এবং আইনজীবী সমিতি ভবনে একটি লাইব্রেরীর ফলক উদ্বোধন করেন। এসময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ মশিউর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর, জেলা চীফ জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবিরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.কে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্নাসহ অন্যান্য বিচারকগণ এবং  আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :