আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার (০৬ ডিসেম্বর)সচিবালয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, প্রকৃতপক্ষে তারা (বিএনপি) কোনো জনসভা করতে চায় না। তারা এটাকে ইস্যু বানিয়ে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টায় রয়েছে।
হাছান মাহমুদ বলেন, পুলিশের সঙ্গে আলাপকালে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছে। সেখানে তাদের জনসভা করার অনুমতি দেয়া হয়েছে। সেখানে জনসভা করতে তাদের এত অনীহা কেন? তারা রাস্তায় জনসভা করে ভাঙচুর করতে চায়। এটি কোনোভাবে দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
নয়া পল্টনে সমাবেশের অনুমতি না পেলে মতিঝিল এলাকায় সমাবেশ করতে চায় বিএনপি— এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, মতিঝিল ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম সড়কের একটি। মতিঝিলের রাস্তা কেন তাদের এত পছন্দ? সেখানে অনেক ব্যাংক-বীমা আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটি কেন তাদের এত পছন্দ? এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র ও দূরভিসন্ধি আছে।
মন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীরাও তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, সরকার দেশে কাউকে বিশৃঙ্খলা করতে দেবে না। আমাদের দল ও দলের নেতা-কর্মীদেরও কর্তব্য আছে, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে দলের নেতা-কর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের নিয়ে প্রতিহত করবে। ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপি ‘মাতামাতি’ করে বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলেও দাবি করেন তথ্যমন্ত্রী।






