
বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে আশীর্বাদ সম্পন্ন হয়েছে গতকাল (বৃহস্পতিবার)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখকের আশীর্বাদের একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, মেয়েপক্ষ লেখককে আশীর্বাদ করছেন এবং সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, কনের নাম দীপা বিশ্বাস, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি এবং বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন তিনি।
আরও খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৭ ফেব্রুয়ারি হবে গায়েহলুদ, ২২ ফেব্রুয়ারি হবে বিয়ে এবং ১ মার্চ তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে। বিয়ে হবে মিরপুরে।
২০১৯ সালের সেপ্টেম্বরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রাপ্ত হন লেখক ভট্টাচার্য। তার সঙ্গে সভাপতি হিসেবে দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় এবং পরের বছর ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দুজনই ভারমুক্ত হন। লেখক ভট্টাচার্য কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের নিয়মিত ছাত্র ছিলেন।
যশোরের মনিরামপুরের সন্তান লেখক ওই এলাকার এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাতিজা, বলেই সবাই জানে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব