ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির মিডিয়া কার্ড বর্জন সাংবাদিকদের

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেল একটি ‘বিশেষ’ কার্ড ইস্যু করেছে। এ কার্ডে বিএনপির প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ছবি আছে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। পরে সেই কার্ড বর্জন করে সাংবাদিকরা নিজ নিজ গণমাধ্যমের পরিচয়পত্র দেখিয়েই সমাবেশস্থলে সংবাদ সংগ্রহে যান।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ সমাবেশ।

সমাবেশের মিডিয়া উপ-কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব আতিকুর রহমানের সই করা ওই কার্ডের ওপরের অংশে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। ছবির নিচে লেখা, ‘বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ’। পাশে ইংরেজি অক্ষরে লেখা ‘প্রেস’।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমাবেশের আগের দিন শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিএনপির নির্দিষ্ট ভেন্যুতে গিয়ে সাংবাদিকদের এই কার্ড সংগ্রহ করতে বলা হয়। এতে জ্যেষ্ঠ অনেক সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন। আবার অনেকেই কার্ড নিতে গিয়ে তাতে সাজাপ্রাপ্ত আসামি খালেদা-তারেকের ছবি দেখে এটি সংগ্রহ থেকে বিরত থাকেন।

বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে রাজশাহীর এক সাংবাদিক ফেসবুকে লিখেছেন, ‘সাজাপ্রাপ্ত আসামিদের ছবি গলায় ঝুলাতে সংবাদিকদের বাধ্য করা হচ্ছে নাকি?’

আরেক সাংবাদিক লিখেছেন, ‘আমরা সাংবাদিকরাও আজ রাজনৈতিক পদবিধারী সাংবাদিকে পরিণত হলাম। বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশের সংবাদ সংগ্রহে তাদের কাছ থেকে কেন আমাদের পাস নিতে হবে? আর কেনইবা সাংবাদিকদের কার্ডে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি থাকবে। এটা কি সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করলো না তারা? আমার মতে বিএনপি তাদের রাজশাহী বিভাগীয় গণসমাবেশে সংবাদ সংগ্রহের অনুমতি পাস প্রদান করে সাংবাদিকদের অপমান করেছে।’

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। বিজ্ঞপ্তিতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘আমরা গণমাধ্যমকর্মীরা কেউ সমাবেশস্থলে এই কার্ড গলায় ঝুলিয়ে বা সঙ্গে নিয়ে যাব না। এরপরও সমাবেশে যদি ঢুকতে বাধা দেয়া হয়, তাহলে আমরা সমাবেশ বর্জন করবো।’

>>>  ১৫ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

পরে সাংবাদিকরা বিএনপির কথিত ওই কার্ড ছাড়াই সমাবেশস্থলে যান এবং সংবাদ সংগ্রহ করেন বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :