ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশালে ৪৬টি কেন্দ্রে এগিয়ে নৌকা


নির্বাচন শেষে বরিশালে সিটি করপোরেশনের ফল ঘোষণার কার্যক্রম শুরু হয়েছে। ১২৬ কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের ফলে নৌকার প্রার্থীই এগিয়ে রয়েছে। 

এই কেন্দ্রগুলিতে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পেয়েছেন ৩৩ হাজার ২৯৯ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম পেয়েছেন ১০ হাজার ১৭৯টি ভোট। 

বরিশালে সিটিতে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি), মো. আলী হোসেন হাওলাদার (হরিণ) ও মো. আসাদুজ্জামান (হাতি)।


বরিশালে ভোটার সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

সিটির ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের ১০টি পদের জন্য ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

নির্বাচনে দুইজন নারী সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

>>>  শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :