
নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার, ২৩শে জুন বিকাল ৩টায় উপজেলার ডাকবাংলো চত্ত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর।
এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধে ও সার্বভৌম রক্ষার্থে আত্মদানকারী সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সংগঠনটি ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ডাংকবাংলোর মোড় হতে একটি বর্ণাঢ্য রালি উপজেলা শহরের চারমাথায় মোড়ে এসে সভাস্থলে মিলিত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু খালেদ বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৮ নওগাঁ-৩ বদলগাছী -মহাদেবপুর আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু, সাধারণ সম্পাদক জনি আলম, সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রচার সম্পাদক মোঃ রাজু আহমেদ শ্যামল,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা , কোলা ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, উপজেলা মহিলা লীগের সভাপতি রাহেলা, যুবমহিলা লীগের সভাপতি মমতাজ, অরেঞ্জ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি রুবেল হোসেন, মিঠাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিল ফকির, বাবর,আমিনুর,মুন্না,সালমান, জাহিদ, পলাশ,রেহেনা, নিলুফা ইয়াসমিন নিলু,তুষার, রহিমউদ্দীন মোল্লা, ফজলুর রহমান, হীরা, বিপুল প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অংগ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।
⚫সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অংগ সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব