ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নুরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করবেন রেজা কিবরিয়া


গণপরিষদের সদস্যসচিব নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

আজ (2জুলাই) রবিবার দুপুরে গুলশানে নিজের বাসার ছাদে সাংবাদিকদের সাথে এমন কথাই বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘‘আমাকে সরানোর জন্য সে (নূরুল হক নুর) এতো অস্থির হয়ে গেলো যে, ভোট ছাড়া সে সিদ্ধান্তটা নিয়ে নিল। আমাদের যে সংবিধান আছে সেখানে দুই-তৃতীয়াংশ কেন্দ্রীয় কমিটির ভোটে এই কাজটা করা সম্ভব।

আহ্বায়ক বা সভাপতি সরানো ৮১ জনের ভোটের মাধ্যমে হয়। এটা হয়নি।”

‘‘এই ছাড়া ভোটের আগেও তারা কিছু কাজ করেছে। তারা মিথ্যা স্বাক্ষর নিয়েছে।

যারা সই করেননি তাদের সই ওখানে দেখবেন। এটা একটি মারাত্মক বিষয়। সেজন্য আমরা ভুয়া স্বাক্ষর এবং অনিয়মের মধ্যে ভোট গ্রহনের বিষয়ে মামলা করব। নুরুল হক, রাশেদ খান এবং শাকিল উজ জামান- এই তিনজনের বিরুদ্ধে মামলা করা হবে।”

রেজা কিবরিয়া অভিযোগ করে বলেন, ‘‘আমাকে সরানোর জন্য যেই ভোটটা হয়েছে সেখানে ৪৮ জনের মধ্যে ৩৬ জন সই করেছে। বাকিরা সইও করেনি। আর আহ্বায়ক অপসারণের জন্য কেন্দ্রীয় কমিটির ৮১ জনের ভোট দরকার। এটা হয়নি।”

শনিবার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা ডেকে রেজা কিবরিয়াকে অপসারণ করে দলটির সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে অনুসারীরা।

২০২১ সালে বাংলাদেশ রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নূরুল হক নূরকে সদস্য সচিব করে গণঅধিকার পরিষদ আত্মপ্রকাশ হয়ে থাকে। 

এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ‘‘দলের নেতৃত্ব আমার কাছেই আছে, থাকবে ইনশাল্লাহ। একটা লোকের জন্য আজকে দলের এই অবস্থা। আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। আমাদের দলে অনেক ভালোভালো লোক আছে ও তারা দলটাকে বাঁচাতে পারবে।”

রেজা কিবরিয়া বলেন, ‘‘এখন সবাই জানে যে ইজরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে সদস্য সচিব নুরুল হক নূরের দুবাইতে মিটিং হয়েছে। দুবাই ও শারজাহ এর মাঝখানে একটি কফি শপে তাদের বৈঠক হয়েছে। এই ছাড়াও দুবাইতে যেই গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেছে সেই চালক আমাকে এই বিষয়ে বলেছে। জুনের ১৮ তারিখে আমার বাসায় মিটিংয়ে আমাদের সামনে এই কথা স্বীকার করেছে নুর। আমাদের প্রবাসী অধিকার পরিষদ থেকে অনেক টাকা আসে সেই টাকা কোথায় যায়, কে নেয় তার কোনো টাকার হিসাব সে দিতে চায় না।”

>>>  পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সতর্ক করল অনুসন্ধান কমিটি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :