
নিজস্ব প্রতিবেদক, দৈনিক স্লোগান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল–১ (কালিয়া–নড়াগাতী, আংশিক নড়াইল ) আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান) রাজনৈতিক প্রতিহিংসার শিকার নেতাকর্মী ও সাধারন নাগরিকদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
গাজী মাহাবুয়াউর রহমান বলেন—
“নড়াইল–১ এর গর্ব আমার আসনের মানুষ। জাতীয় পার্টির যেকোনো নেতাকর্মী বা অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আমার প্রিয় নড়াইলবাসী যদি প্রতিপক্ষের রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি বা মিথ্যা মামলার শিকার হন— তাহলে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য হিসেবে তাদের সব মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করবো।”
তিনি আরও বলেন—
“আমার এলাকার মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব, কোনো সুযোগ নয়।
দলের স্থানীয় নেতাকর্মীরা জানান— তার এই ঘোষণায় নিপীড়নের ভয়ে কোণঠাসা হয়ে থাকা রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ নতুন করে সাহস পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী মাঠে এই ঘোষণা নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলবে।






