ঢাকা, রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইল-০১ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী দেশীয় মদের ব্যবসায়ী মিল্টন মোল্লার অপকর্মের ফিরিস্তি

নিজস্ব প্রতিনিধি, নড়াইল 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে তৎপরতা বেড়েছে বিভিন্ন দলীয় প্রার্থীদের মধ্যে। সূত্রানুযায়ী, ২০২৬ এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে এখন পর্যন্ত মোট নিবন্ধিত দল হলো ৫৯ টি। প্রচন্ড চাপের মুখে আওয়ামী নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর জাতীয় পার্টি প্রাথমিক পর্যায়ে বেশ চাপের মধ্যে থাকলেও এখন দলটি বেশ গুছিয়ে নিয়েছে এবং আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি বেশ শক্ত অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ধারণা করা হচ্ছে। তার-ই ধারাবাহিকতায় দলটির নেতৃত্বাধীন পর্যায়ে চলছে দেশব্যাপী প্রার্থী যাচাই-বাছাই এর কাজ।
নড়াইল-১ আসনে জাতীয় পার্টির একসময় শক্ত অবস্থান থাকলেও, সঠিক নেতৃত্বের অভাবে দিনদিন তা ক্ষীণ হয়েছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত নড়াইল-১ আসনের প্রার্থী মিল্টন মোল্লা মোট ভোট পেয়েছিলেন ৮২৮ টি যা মোট কাস্টিং ভোটের ০.০৩ শতাংশ।
মিল্টন মোল্লা মূলত ধান্ধাবাজি করার জন্য দল করেন বলে এলাকায় প্রচলিত। তিনি নমিনেশন কে বানিজ্যিক বিজ্ঞাপন ও দলীয় ট্যাগ হিসেবে ব্যবহার করেন এবং সেই সুযোগ নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। তার নামে একাধিক মামলা এবং দুদকের নোটিশ ও রয়েছে বলে তথ্য আছে। তিনি মূলত দল থেকে সুবিধা নেওয়ার জন্যই দল করেন, সারাবছর দলীয় কোনো কার্যক্রমেও তিনি অংশগ্রহণ পর্যন্ত করেন না।

মিল্টন মোল্লার আপন ছোট ভাই সবুজ মোল্লা বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমের একনিষ্ঠ কর্মী এবং সবুজ ধানের শীষের পক্ষে মানুষের দ্বারেদ্বারে ভোট চেয়ে যাচ্ছেন। সবুজ নাকি জাতীয় পার্টি কে ফ্যাসীবাদের দোসর বলেও জাপা’র বদনাম রটিয়ে বেড়াচ্ছেন।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাপা প্রার্থী মিল্টন মোল্লা দীর্ঘদিন যাবৎ বড়দিয়া বাজারে দেশি মদের ব্যবসা করে আসছেন। মিল্টন মোল্লা নড়াইল এর উন্নয়নের পরিবর্তে ধ্বংস ডেকে এনেছেন যুবসমাজের জন্যে। এই যদি হয় সমাজের প্রতিনিধির কাজ তাহলে সমাজ কোথায় গিয়ে ঠেকবে? -এমন হাজার প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।

>>>  ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :