ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাতকে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধ লঙ্ঘনের অভিযোগ

স্লোগান প্রতিবেদক

সুনামগঞ্জের ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৭ মে) প্রতিদ্বন্দ্বী অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ আওলাদ আলী রেজা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনে এ অভিযোগ করেন। লিখিত আবেদনে তিনি জানান, আগামী ২৯ মে ২০২৪ ৬ষ্ঠ ছাতক উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করা প্রার্থী রফিকুল ইসলাম ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের সদস্য সাজান প্রকাশ্যে স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে প্রচার করছে যে সংসদ সদস্য কাপ-পিরিচ প্রতীকে ভোট প্রদানের নির্দেশ দিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

 

আবার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পিতা গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী প্রকাশ্যে টাকা দিয়ে কাপ-পিরিচে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছে। এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে।
এমন পরিস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিলের আবেদন জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আওলাদ আলী রেজা।

>>>  শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :