ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চলছে বিএনপির ‘গণ-অবস্থান’ কর্মসূচি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পূর্বঘোষিত ‘গণ-অবস্থান’ কর্মসূচি শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন রাজধানী ও এর আশপাশের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা। ঢাকার পাশাপাশি ১০টি সাংগঠনিক বিভাগেও এ কর্মসূচি পালন করছে বিএনপি।

আজ বুধবার(১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটি। বিএনপির গণ-অবস্থানের কারণে নয়াপল্টনের সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল গত ডিসেম্বর থেকে ‘যুগপৎ’ আন্দোলন শুরু করেছে। গণ-অবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ৩৩ দিন কারাভোগের পর মুক্তি পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় সর্তক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টন ও কাকরাইল মোড়ে রাখা হয়েছে পুলিশের প্রিজন ভ্যান ও জলকামান। এছাড়া আশপাশের বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পূর্বঘোষিত গণ-অবস্থান কর্মসূচির অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল।

দলটির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনে তারা অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছেন।

এদিকে বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগও রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে শোডাউন ও মিছিল করার ঘোষণা দিয়েছে।

>>>  ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :