আগামীকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় সমাবেশ শুরু করার কথা জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির অন্য সদস্যসহ শীর্ষ নেতারা।
এর আগে বেলা ১১টার পর জরুরি বৈঠকে বসেন স্থায়ী কমিটির সদস্যরা। অন্যদিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেতে কথা বলার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধিদল।
সেখান থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, গোলাপবাগ মাঠে তাদের সমাবেশ করতে ‘প্রাথমিকভাবে অনুমতি’ দেয়া হয়েছে।
একই কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে গোলাপবাগ মাঠে তাদের সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। আশা করছি কোনো বিশৃঙ্খলা হবে না। সমাবেশস্থলে বিপুলসংখ্যক পোশাকি ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে।
স্থায়ী কমিটির বৈঠকের পর গণমাধ্যমে তৎক্ষণাৎ কিছু জানাননি নেতারা। তবে সবিস্তারে জানাতে সংবাদ সম্মেলন ডাকা হয়।






