ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদাকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনা: তথ্যমন্ত্রী

দৈনিক স্লোগান, রাজনীতি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অসুস্থ দেখানো দলটির পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি আরো বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান চান, দলটি তার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করুক।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস নেতাদের এবং  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। তথ্যমন্ত্রী বলেন, আন্দোলন নিয়ে বিএনপি’র হুমকি ধামকি তাদের নেতাকর্মীরাও বিশ্বাস করে না। ১৪ বছর ধরে এই বাগাড়ম্বর শুনে এখন মানুষ হাসাহাসি করছে। 

ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ।  কারণ খালেদা জিয়া সুস্থ আছেন। 

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছিলো, খালেদা জিয়াকে যদি বিদেশ নেয়া না হয় তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম তিনি দেশেরই হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হয়ে চলে যাচ্ছেন এবং তিনি খুব আলো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হ খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটি সব সময় করে আসছে।  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেছেন, বিএনপি তাদের স্বার্থকে রক্ষার জন্য একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এটিই চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই কারণেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কি সাত সমুদ্র তেরো নদীর ওপাড়ে বসে থাকা কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না কি বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।

>>>  হ্যাকিং নয়, টেকনিক্যাল দূর্বলতায় তথ্য ফাঁস হয়েছে : পলক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :