ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কৌশলী ভূমিকায় বিএনপি

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি সেখানে যেতে নারাজ। চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে সমাবেশ করতে না দিলে শেষ পর্যন্ত নয়াপল্টনে থাকতেই অনড় দলটি। নয়াপল্টন এলাকা নিজেদের দখলের রাখতে বেশ কৌশলী ভূমিকায়ও দলটি। এরই মধ্যে নেতাকর্মীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নয়াপল্টন।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নানামুখী স্লোগান আর সরকার পতনের দাবিতে নয়াপল্টন এলাকায় অবস্থান করছেন। তারা একসঙ্গে বেশি লোক জড়ো হচ্ছেন না। অনেক নেতাকর্মীকে পল্টনের আশপাশে রাতে ঘুমাতেও দেখা গেছে।

সমাবেশ নিয়ে কৌশলী বিএনপি, নেতাকর্মীদের পদচারণায় সরগরম নয়াপল্টন

কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া কর্মীদের খাবারের ব্যবস্থা করছেন। কার্যালয় নিচেই চলছে রান্নার আয়োজন। অন্যদিকে, পিকাপভ্যান ভর্তি পানির বোতল নিয়ে মজুত করা হচ্ছে দলীয় কার্যালয়ে ।

সমাবেশ নিয়ে কৌশলী বিএনপি, নেতাকর্মীদের পদচারণায় সরগরম নয়াপল্টন

এদিকে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশের এলাকায় গত কদিন ধরেই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জলকামান এনে রাখা হয়েছে।

>>>  তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের কারন ও পরবর্তী অবস্থা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :