ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন ঢাকা কলেজের আমিরুল

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা কলেজের এস এম আমিরুল ইসলাম।

গত ১৩ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ৩০১ সদস্যের কমিটি অনুমোদন দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আমিরুল ইসলাম ঢাকা কলেজের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন। তবে তার রাজনীতির হাতেখড়ি মাধ্যমিক পর্যায়ে। মাধ্যমিকে পড়ার সময় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনে করেছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গত কমিটিতে গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এদিকে আমিরুল ইসলাম ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মনোনীত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়া কমিটি প্রকাশের দিনেই তার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিক্ষক,শিক্ষার্থী,বন্ধুরা এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা উচ্ছ্বাস  প্রকাশ করে।

>>>  এবার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :