শুক্রবারের সমাবেশের অনুমতির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত দেয়নি পুলিশ। আওয়ামী লীগের তিনটি অঙ্গ-সংগঠনের শান্তি সমাবেশ এবং বিএনপির মহাসমাবেশ আগামীকাল (২৮ জুলাই) কোথায় হবে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ দুপুরে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এর আগে দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, পবিত্র আশুরায় নিরাপত্তা এবং ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
তিনি বলেন, আগামী ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা এবং ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে।
ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।






