ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ বসছে সংসদের বিশেষ অধিবেশন

দৈনিক স্লোগান, রাজনীতি


বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা কর্মসূচী নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল)বসছে সংসদের এক বিশেষ অধিবেশন। অধিবেশনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দিয়ে থাকবেন। এরপর সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার এবং বিরোধী দলের সদস্যদের দুই দিনের আলোচনা শেষে সেই প্রস্তাবকে গ্রহণ করা হবে। এ উপলক্ষে স্মারক ডাকটিকিট এবং বই প্রকাশিত হয়ে থাকবে।

বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৭৩ সালের ৭ এপ্রিল। সেই হিসাবে আজ ৬ এপ্রিল সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এই অধিবেশন শুরু হবে। এটি হবে চলতি সংসদের ২২তম অধিবেশন। অধিবেশন শুরুর আগে সকাল ১০টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং কার্যসূচি চূড়ান্ত করা হয়ে থাকবে। তবে অধিবেশন চার দিন চালানোর খসড়া পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে তা এক দিন বাড়ানো হতে পারে বলে জানা যায়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  জানিয়েছেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিল জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এই দিন সংসদের প্রথম বৈঠক হয়। তাই ৭ এপ্রিল সংসদের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। সেই দিন উদযাপনের সুযোগ পাওয়া অনেক গৌরবের বিষয়। ৬ এপ্রিল বিশেষ অধিবেশন শুরু হলেও ৭ এপ্রিল বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে। ওই দিন রাষ্ট্রপতি সংসদে আসবেন এবং অধিবেশনে স্মারক বক্তৃতা দেবেন। এরপর সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় সাধারণ আলোচনার জন্য প্রস্তাব তুলবেন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রস্তাবের ওপর সব সংসদ সদস্য আলোচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আলোচনায় ১৯৭৩ সালের সংসদের সদস্যদের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিশেষ অধিবেশনের আলোচনাগুলো লিপিবদ্ধ করে তা বই আকারে প্রকাশ করা হয়ে থাকবে। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন ছাড়াও জাতীয় সংসদে সারা বছর নানা কর্মসূচি থাকবে বলে তিনি তুলে করেন।

>>>  পদ্মা সেতুতে টোল আদায় ৭৫৮ কোটি টাকা: সেতুমন্ত্রী

এদিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদ ভবনের ভেতরে বাইরে বর্ণিল সাজে সাজানো হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে সুবর্ণ জয়ন্তীর আকর্ষণীয় লোগো বসানো হয়েছে। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার দিনে দেশি-বিদেশি অতিথিদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :