ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামীকাল আওয়ামী লীগের ২২ তম জাতীয় কাউন্সিল

আগামীকাল শনিবার (২৪ ডিসেম্বর/২২) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল। এবারের সম্মেলনের স্লোগান ‘গড়বো স্মার্ট বাংলাদেশ’।
কাউন্সিলে দলীয় ঘোষণাপত্র গৃহীত হওয়ার পাশাপাশি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারের বিষয়টি ও গুরুত্ব পাবে।
‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে। এটির রূপরেখায় কী কী বিষয় থাকবে তার বিশদ ব্যাখ্যা থাকবে আওয়ামী লীগের ঘোষণাপত্রে।
জানা যায়, ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে ‘স্মার্ট বাংলাদেশ’ ধারণাটি বেছে নিয়েছে ক্ষমতাসীন এ দলটি। এ ধারণার প্রেক্ষিতে ই-নথি ব্যবস্থা, স্টার্ট-আপ ইকোসিস্টেম, অনলাইন শ্রমশক্তি, ক্যাশলেস সোসাইটি এবং পেপারলেস যোগাযোগব্যবস্থার কথা বলা হয়েছে। ২০৪১ সাল নাগাদ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অঙ্গীকারের বিষয়টাকে ই আওয়ামী লীগ তাদের ২২তম জাতীয় সম্মেলনে তুলে ধরবে।
২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ‘সরকার’ গঠন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে ইতোমধ্যে।
ডিজিটাল বাংলাদেশের ন্যায় ‘স্মার্ট বাংলাদেশে’র ধারণাও বঙ্গবন্ধু’র দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের।
গত ১২ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ এ আমরা চলে যাব। এর জন্য চারটা ভিত্তি ঠিক করা হয়েছে।
সেগুলো হলো, ১) স্মার্ট সিটিজেন অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিটিজেন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, ২) স্মার্ট ইকোনোমি অর্থাৎ ইকোনোমির সমস্ত কার্যক্রম আমরা প্রযুক্তি ব্যবহার করে করব ৩) স্মার্ট গভর্নমেন্ট যেটা ইতিমধ্যে আমরা অনেকটা করে ফেলেছি, বাকিটাও করে ফেলব এবং ৪) আমাদের সমস্ত সমাজটাই হবে স্মার্ট সোসাইটি।”
গত বছর ২৪ আগস্ট এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, “ডিজিটাল বাংলাদেশের পরবর্তী স্বপ্ন ‘ক্যাশলেস সোসাইটি’।
আগামী দিনে বাংলাদেশের সব ফিন্যানশিয়াল ট্রানজেকশন হবে ক্যাশলেস অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড নগদ অর্থে কোনো লেনদেন হবে না।”

>>>  আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :