ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনের আগে ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবেন না: প্রধানমন্ত্রী


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ মানুষ সবসময় তাদের ভোট দিয়ে আমাদের পাশে থাকে।”
গতকাল টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা বলেন, তার জীবনের ওপর অনেক চেষ্টা হয়েছে এবং বুলেট ও ​​বোমার মুখোমুখি হয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন।

“আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে কাজ দিয়েছেন এবং কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করেন আল্লাহ এবং আমার দলের নেতাকর্মীরা আমাকে বাঁচাতে মাঠে নেমেছে। আমার উপর হামলা হলেই আমার দলের লোকেরা আমাকে রক্ষা করে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নেতাকর্মীরা নিজেদের জীবন দিয়ে তাকে মানব ঢাল হিসেবে বাঁচিয়েছেন।
তিনি বলেন, “এটাই বড় কথা, আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।”
মাওয়ায় ঢাকা-ভাঙ্গা রেল সংযোগের উদ্বোধন এবং ফরিদপুরের ভাঙ্গায় ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক মহাসমাবেশে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছান। প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়ায় পৌঁছার পরপরই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন। তিনি তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করেছেন এবং আজ বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

>>>  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার প্রতিস্থাপন 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :