ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তৃণমূল বিএনপি ও বিএনএফের মনোনয়ন পত্র বিতরণ শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী,জানুয়ারি ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে ফরম বিতরণ করবে তৃণমূল বিএনপি ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

শনিবার(১৮ নভেম্বর) থেকে দল দুটির কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে।

শুক্রবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদানের জন্য আহ্বান জানানো যাচ্ছে। রাজধানীর তোপখানায় দলটির কার্যালয়ে শনিবার থেকে এ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। 

আজ দুপুর ১২টায় দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ।

দলীয় মনোনয়ন ফরম ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।

অন্যদিকে আজ সকাল থেকে তৃণমূল বিএনপিও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করবে। নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গত বৃহস্পতিবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় তৃণমূল বিএনপি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

শমসের মবিন চৌধুরী বলেন, ‘শনিবার থেকে তৃণমূল বিএনপি মনোনয়নপত্র বিতরণ শুরু করবে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ করে মনোনয়ন চূড়ান্ত করা হবে। দলীয় মনোনয়ন ফরমের জন্য ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।’ তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির আশা এবং প্রত্যাশা, দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং এর স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

>>>  আমি মেনে নিয়েছি, অন্য কেউ মানতো?

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :