ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

খালেদাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ফখরুল

চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মধ্যেরাতেই গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১০টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান। সেখানে তিনি দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়। পরে রাত ১১টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে যান মির্জা ফখরুল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফেরার পরদিন গত রোববার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।

মাত্র দেড় মাসের মাথায় চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর গত প্রায় এক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন খালেদা জিয়া।

>>>  ভোট কেন্দ্রে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান রুবেলের বিরুদ্ধে মামলা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :