ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসির নির্দেশে চার থানার ওসি বদলি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার(১২ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা, চট্টগ্রাম জেলার খুলশি থানা এবং পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছিল ইসি।

এর আগেও গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কাজী হাবিউল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। এ জন্য কাদের বদলি করা হবে সেই প্রস্তাব পাঠানোর জন্য বলে সংস্থাটি।

>>>  আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :