ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বদলগাছীর নাক ফজলি আম অনলাইনে বিক্রয় করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা মোস্তাকিম

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সম্প্রতি আমের রাজধানী খ্যাত নওগাঁর জেলার বদলগাছী উপজেলার বিখ্যাত সুস্বাদু নাক ফজলি আম অনলাইন ভিত্তিক ফেসবুক পেজ (Mango Sell Bazar) ম্যাংগো সেলবাজারের মাধ্যমে বিক্রয় করে ব্যাপক সাড়া ফেলেছেন বদলগাছী সদর ইউনিয়নের সোহাসা গ্রামের মোঃ তোজাম্মেল হকের সন্তান এস এম মোস্তাকিম।

নওগাঁয় আনুষ্ঠানিকভাবে আম পাড়ার উদ্বোধন এর পর থেকেই শুরু হয়েছে ম্যাংগো সেলবাজার নামের অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আম বিক্রির ধুম। এরপর থেকেই মূলত এই জেলা এবং এ জেলার বাহিরে অনলাইন ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছেন অনলাইনে আম বিক্রিতে।

অনলাইনে জমে উঠছে আমের ব্যবসা। অনেকে ফেসবুক পেজ, অনলাইন পোর্টালসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আম কেনাবেচা করছেন। অনলাইন আমের বাজার গুলোর মধ্যে ইতিমধ্যে বেশ সারা দেশে সাড়া ফেলেছে ম্যাংগো সেলবাজার নামের ফেইসবুক পেজ ও ওয়েব সাইট। এখন ক্রেতারা ঘরে বসে রাজশাহী বিভাগের নওগাঁর বিখ্যাত আম কিনতে পারেন Mango Sell Bazar ফেসবুক পেজ ও ওয়েব সাইট থেকে

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সন্তান উদ্যোক্তা এস এম মোস্তাকিম এবং তাঁর আব্বা ও পরিবারের সদস্যদের প্রচেষ্টায় নিজস্ব বাগান থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ১০০% ফরমালিন মুক্ত বিশুদ্ধ খাঁটি আম পৌঁছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করছেন।

ম্যাংগো সেল বাজার (Mango Sell Bazar) অনলাইন আমের বাজারে পাওয়া যাচ্ছে আমের রাজ্যে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিখ্যাত নাক ফজলি, হিমসাগর, আম্রপালি,কাটিমন সহ বিখ্যাত কিছু জাতের আম, সততর সহিত তরুন এই উদ্যেক্তা অনলাইন এর মাধ্যমে নওগাঁর আম কে ব্র্যান্ডিং করেছেন। আমের রাজধানী নওগাঁর আমের স্বাদ আর গুনে অতুলনীয়। সুমিষ্ট এই আম বাগান থেকে সরাসরি সুলভ মূল্যে পৌছে দিচ্ছে ক্রেতাদের মাঝে।

এরই মধ্যে সারাদেশের অনলাইন প্লাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ,ইমো, হোয়াটসআপ মেসেঞ্জারের মাধ্যমে এই আমের বাজার বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।

>>>  বদলগাছীতে মামলায় হেরে গিয়ে পুলিশের নামে অভিযোগ

অনলাইন এ আম বিক্রি করে একদিকে যেমন লাভবান হচ্ছেন তেমনি ভাগ্যবদলে এগিয়ে যাচ্ছে বদলগাছী উপজেলার তরুণ উদ্যোক্তা এস এম মোস্তাকিম।
প্রতিদিন তাঁর ফেসবুক পেজ ও ওয়েবসাইট ম্যাংগো সেল বাজার থেকে প্রচুর পরিমাণ আম বিক্রয় হচ্ছে।

Mango Sell Bazar এর ফাউন্ডার তরুন উদ্যোক্তা এস এম মোস্তাকিম আমাদের কে বলেন,আমি ৬ বছর যাবত অনলাইনের ফেসবুক পেজ ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আম বিক্রয় করে আসছি,আমার এই কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেন আমার আব্বা। আব্বা ও পরিবারের সদস্যদের সহযোগিতায় আজীবন সততার সহিত এভাবেই মানুষের পাশে থেকে ১০০% বিশুদ্ধ খাঁটি কেমিক্যাল মুক্ত আম পৌছে দিতে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
বর্তমান বাজারে ফরমালিন ও কেমিক্যালের ভিড়ে আম এর সুনাম কিছুটা হাড়িয়ে যাচ্ছে। কেমিক্যাল মানবদেহের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর।

তাছাড়া কেমিক্যালের কারনে আমের স্বাদ নষ্ট হয়ে যায়। রাজশাহীর কেমিক্যাল মুক্ত বিশুদ্ধ খাঁটি আম এর স্বাদ অন্য রকম। যা একবার খাওয়ার পর এই আমের স্বাদ এবং ঘ্রাণ মনে থাকবে দীর্ঘ সময়।

আম ভোজন প্রেমী ক্রেতাদের কথা ভেবে সরাসরি রাজশাহীর নওগাঁ জেলার নিজস্ব বাগানের উৎপাদিত আম সারাদেশে বিক্রয় করছি ম্যাংগো সেল বাজার নামক অনলাইন পেজ ও ওয়েব সাইটের মাধ্যমে। রীতিমত রিভিউ পাচ্ছি আমার অনলাইন পেজ ও ওয়েব সাইট Mango Sell Bazar এর মাধ্যমে। দোয়া করবেন এভাবেই মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :