
স্বাধীনতা দিবসে প্রকাশিত সংবাদের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামছের মুক্তির দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) 'র বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
আজ শনিবার ১ এপ্রিল দুপুর পৌনে বারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে 'প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামছের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে' সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে থাকেন তারা।
সমাবেশে শামসুজ্জামানের বন্ধু ইমন রহমান বলেন, বিশ্ববিদ্যালয় থেকেই আমি সাংবাদিকতায় যুক্ত। আমার বন্ধু শামস যখন প্রথম আলোতে যুক্ত, তখন আমি কালের কণ্ঠে কাজ করেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমরা একসঙ্গে কাজ করেছি, আজকে আমার বন্ধু জেলে। আজকে তার মুক্তির জন্য গণমাধ্যমকর্মী হিসেবে রাস্তায় আমাদের দাঁড়াতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছুই হতে পারে না।
তিনি আরো বলেন, স্বাধীনতা দিবসের যে সংবাদটির কথা বলা হচ্ছে, আমি যদি স্বাধীনতার কথা বলি, আজকে দেশের জনগণ খেতে পায় না, সেটা যদি জনগণ বলে সেটা বলার অধিকারটাই তার স্বাধীনতা। একজন গণমাধ্যমকর্মী হিসেবে লিখব এটাও আমার স্বাধীনতা। আমাদের স্বাধীনতা খর্ব করার অধিকার কোনো সরকারের নেই।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেই অবস্থায় যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তার দায়িত্বশীল আচরণ করেছেন, তখন তার ওপর নেমে আসে নির্যাতন। একজন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য তাকে বন্দি হতে হয়েছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত তাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কারণ সে মানুষের সত্যিকারের অবস্থাকে তুলে ধরার সৎসাহস দেখিয়েছে।
৩৪ ব্যাচের শিক্ষার্থী গোলাম মোস্তফা দ্রুব বলেন, যে মানুষটা কয়েক বছর আগে তার পরিবারের একজন অভিভাবককে হারিয়েছে, তার মতো একজন দায়িত্বশীল সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে কি ম্যাসেজ দিতে চান সাধারণ মানুষের কাছে। বিশেষ করে যখন রাতের আঁধারে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার পর বলা হয় না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি কিন্তু আমাদেরকে ভালো বার্তা দেয় না। আমরা রাজনীতি বুঝি না। আমাদের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও আমাদের গণমাধ্যমের সহকর্মী তার মুক্তি চাই। তার মুক্তি না দেওয়া পর্যন্ত একজনও থাকলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।'
একই সময়ে এই সমাবেশের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা অবস্থান নিয়ে প্রথম আলো ও সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে। এর আগে সকাল সাড়ে এগারোটায় শাহবাগ গোল চত্বর অবরোধ করে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নিয়েছিল ছাত্রলীগ নেতা-কর্মীরা।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব