ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনা টিকিটেই বাংলাদেশে অনুপম রায়

দৈনিক স্লোগান, বিনোদন

আগে ও বহুবার বাংলাদেশে এসেছেন অনুপম রায়। টলিউডের মতই তার গান শোনা গিয়েছে বাংলাদেশের সিনেমাতেও। গতকাল শুক্রবার আবারও বাংলাদেশে এসেছিলেন অনুপম রায়। তবে এবার ঢাকায় কোনো অনুষ্ঠান করেননি তিনি।

শুক্রবার ১০ মার্চ রাতে তার গানের অনুষ্ঠান ছিল নারায়ণগঞ্জ ক্লাবে। সেখানে সাধারণ মানুষ এবং বাংলাদেশে অনুপম রায়ের ভক্তদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিলো।

এদিন তার গানের কন্ঠ শুনতে পেয়েছেন শুধুমাত্র ক্লাবের সদস্যরাই।এরআগে শুক্রবার সকালেই ঢাকা পৌঁছেছেন অনুপম রায়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি। তাতে লিখেছেন, ‘বহুদিন বাদে বাংলাদেশে।’ রাতে নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করে তার ব্যান্ড ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। অনুষ্ঠানের আয়োজকরা জানান , এই অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।

অনুপম রায়

দর্শক হিসাবে ছিলেন শুধু ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারেরর লোকজনরা। তথ্যসূত্রে জানা গিয়েছে, গানের অনুষ্ঠান করে রাতেই ঢাকায় ফেরেন অনুপম রায় ও তার ব্যান্ডের সদস্যরা। আজ শনিবার সকালেই কলকাতায় ফিরবেন তিনি।

প্রসঙ্গত, অনুপম প্রবল জনপ্রিয়তা পান ২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়েই। এরপর একের পর এক তাঁর গান হিট হয়েছে। ২০১৬ সালে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা অভিনীত প্রাক্তন সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসাবে ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অনুপম রায়। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমাতেও সঙ্গীত পরিচালনা করেন অনুপম।

>>>  কলকাতায় প্রথমে মমতার বাড়ি যাবেন সালমান খান!

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :