
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী করেছে গণযোগাযোগ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে গণযোগাযোগ অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বঙ্গবন্ধুর পাকিস্তানে বন্দীদশা ও তাঁর মুক্তি নিয়ে আলোচনা করেন।
জাফর ওয়াজেদ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস এবং তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দেন। এসময় তিনি সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর আবেগ-আপ্লুত বক্তব্যের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এছাড়া বঙ্গবন্ধুর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে লন্ডন –দিল্লি হয়ে দেশে পদার্পণের বিষয়সমূহ তুলে ধরেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার ও প্রকল্প পরিচালক মো: মনিরুজ্জামানসহ অন্যানরা।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব