ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা

মো: ইয়াসির আরাফাত, রাবি প্রতিনিধি, স্লোগান

সম্প্রতি রাজধানীর শাহবাগে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের আন্দোলনে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে সময় টেলিভিশন কর্তৃপক্ষ। শনিবার (১৩ জুলাই) শাহবাগ থানায় সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদী হয়ে মামলার এজাহার দায়ের করেছেন। এছাড়াও, মামলার এজাহারে অপরাধী হিসেবে অজ্ঞাতনামা অনেক সংখ্যক বিবাদীর বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাথে সুষ্ঠ আলোচনা ও সমাধান করে সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন, সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা ও সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণপদযাত্রা সম্পন্ন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মূলতঃ সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে গণপদযাত্রা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ ১৪ জুলাই বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, হাইকোর্ট না রাজপথ, রাজপথ রাজপথ, জোহা স্যারের স্মরণে, ভয় করি না মরণে” ইত্যাদি স্লোগানে মুখর থাকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রাজশাহী ডিসি কার্যালয়ের দূরত্ব প্রায় ৯ কিলোমিটারের কাছাকাছি।এই পুরোটা পথ হেঁটে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের যৌক্তিক দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানে শান্তিপূর্ণ পদযাত্রা করছি। আমরা মেধার লড়াইয়ে লড়তে চাই। আশা করছি আমাদের দাবি সরকার মানবে।”

>>>  বিয়ের অনুষ্ঠানে কাচা মরিচ উপহার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :