
সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগে কিন্তু ইঙ্গিত পাওয়া যায়। ছোট্ট এই নিয়মটি জানা থাকলে আর রান্নার মাঝপথে গ্যাস শেষ হয়ে যাওয়ার সমস্যায় পড়তে হয় না।
সিলিন্ডারে গ্যাস শেষ হলে আগুনের রং হবে লাল রঙের। এটা সাধারণত হয় দুটি কারণে। এক, গ্যাস শেষ হওয়ার আগে। দুই, বার্নার বা ওভেনে ময়লা জমার ফলে।
আরও একটি সহজ উপায়ে বোঝা যায়, সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গিয়েছে কি না! তবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে সাবধানতা অবলম্বন করে ।
প্রথমে সিলিন্ডারের সমস্ত ময়লা ভালো করে মুছে ফেলতে হবে। তারপর একটি ভেজা কাপড় দিয়ে পুরো সিলিন্ডারকে মুছতে হবে। এরপর সিলিন্ডারের দিকে নজর রাখতে হবে। সিলিন্ডারটিকে শুকাতে দিতে হবে।
সিলিন্ডারের যেই অংশের পানি দ্রুত শুকাচ্ছে সেই অংশে গ্যাস নেই বলে ধরতে হবে। যেই অংশ শুকাতে দেরি হবে সেই অংশে গ্যাস আছে বলে ধরে নিতে হবে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব