
বদলগাছীতে মুক্তিযোদ্ধা বাদেশ আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
বদলগাছী পাহাড়পুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা বাদেশ আলী এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরাবাড়ি গ্রামে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, থানার ওসি মো. আতিয়ার ইসলামের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন এফ এফ, উপজেলার সহযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বিদেশ আলী ১৮ জুন বিকাল সারে ৩টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে।
⚫সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথে সংযুক্ত থাকুন- দৈনিক স্লোগান
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব