নিয়ে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ডের লক্ষ্য ২৪৭ রানের। যেখানে ওপেনিং জুটিটাই বড় একটা ঝড় বইয়ে দিলো বাংলাদেশের বলারদের ওপর, যেন কিছুতেই কিছু হচ্ছিল না। শেষমেষ নবম ওভারে এসে সাকিব আল হাসান ভেঙ্গে দিলেন ৫৪ রানের বিধ্বংসী ওপেনিং জুটি। ২৫ বলে ৩৫ রান করার পর মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দিলেন সল্ট। পরের ওভারেই এবাদত হোসেন হানেন আরেকটি আঘাত। যেখানে মিডঅনে মাহমুদউল্লাহর হাতেই ক্যাচ তুলে দেন মালান ।
তারপর সাকিবের চমৎকার আরেক ডেলিভারিতে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন জেসন রয় (৩৩ বলে ১৯)। ৫৪ থেকে ৫৫ অর্থাৎ মাত্র ১টি রানের ব্যবধানে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং এ নেমে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম আর সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে এক লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। যদিও টাইগাররা পুরোপুরি পঞ্চাশ ওভার খেলতে পারেনি। শেষমেশ ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।







