
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ১০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলম।
আজ রোববার (০৪ ডিসেম্বর) সকালে আসা লোকদের তা বিতরণ করা হয়। এই প্যাকেটভর্তি খাবার নিয়ে জনসভায় যোগ দেন নেতা-কর্মীরা।
সিটি গেট এলাকায় মোস্তফা হাকিম স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ খাবারের আয়োজন করা হয়। রাত থেকে সেখানে রান্নার ব্যবস্থা করা হয়।

সবার জন্য চিকেন বিরিয়ানি করা হয়েছে। এ ছাড়া ফল ও পানি দেওয়া হয় সবাইকে।
মনজুর আলম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন। চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী ছিলেন তাঁর ‘রাজনৈতিক গুরু’। তিনি আওয়ামী লীগের সমর্থনে উত্তর কাট্টলী ওয়ার্ডে তিনবার কাউন্সিলর ছিলেন।
এরপর এম মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ‘গুরু’ মহিউদ্দিন চৌধুরীকে হারান মনজুর। মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ পান। ২০১৫ সালের এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আবার বিএনপির সমর্থনে প্রার্থী হন। একপর্যায়ে নির্বাচনের দিন সকালে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মনজুর আলম।
সিটি নির্বাচন বর্জনের পর মনজুর আলমকে রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহ জুগিয়েছেন প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী। ২০১৮ সালের ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন ফরমও তুলেছিলেন। তবে মনোনয়ন পাননি।
আজ প্রধানমন্ত্রীর চট্টগ্রামের জনসভা উপলক্ষে বিভিন্ন পত্রিকায় তাঁর পরিচালিত একাধিক প্রতিষ্ঠানের নামে ক্রোড়পত্রও প্রকাশ করেছেন মনজুর আলম।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব