
বনানীতে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হামলার শিকার হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
আজ( ১৭ জুলাই) সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে বাসায় উদ্দেশে রওনা হন উপনির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম।
এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে থাকে। এর পরই এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়।
এরপর ওই এলাকা থেকে দুজনকে আটক করে থাকে গোয়েন্দা পুলিশ।
হামলার ঘটনার পর বিকেল পৌনে ৪টার দিকে হিরো আলমকে আহত অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
উপনির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক বলেন, ‘আমরা সারা দিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার ঘটনা ঘটে।
এরপর বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। তার চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানা যাবে।’
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব