ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিরঝিলে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন ।

বুধবার (২৫ জানুয়ারি) দিনগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা গেছে মো. ইসহাক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

>>>  নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :