ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সম্প্রতি দুবাই গিয়েছেন শাকিব খান

সম্প্রতি দুবাই পৌঁছেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। একটি অ্যাওয়ার্ড এর প্রোগ্রামে অংশ নিতেই দুবাই গেছেন তিনি। বাংলাদেশ সময়, রবিবার (১৫ জানুয়ারি) সেখানকার- উইনার স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে মঞ্চে পারফরম্যান্স করবেন সুদর্শন এই অভিনেতা।

দুবাইতে পৌঁছানোর পর শাকিবকে ফুল দিয়ে ওয়েলকাম জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজন কমিটির সংশ্লিস্টরা। এ সময় বিভিন্ন মানুষের গ্রুপ সেলফিতে ক্যামেরাবন্দি হয় শাকিব। ইতোমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশও করেছেন তুনি। মুহূর্তেই এই ছবি ছড়িয়ে পড়েছে চারিদিকের নেট দনিয়ায়।
ওই ছবিতে দেখা যায়, শাকিবের গায়ে রয়েছে সাদা টি-শার্টের ওপর কালো জ্যাকেট, সঙ্গে হালকা আকাশী রঙের একটি ট্রাউজার। স্টাইল করা চুল, আর চোখে পড়েছেন সাদা সানগ্লাস। এমনি একটা সাধারণ লুকে নজর কেড়েছেন তার ভক্ত-অনুরাগীদের।
জানা যায় যে, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান। বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রমের বিনিময়ে এ দেশে রেমিট্যান্স পাঠায় তারা। কিন্তু তাদের কষ্টগুলো দেখার যেন কেউই নেই। তাই তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে নিয়ে আসতেই এই উদ্যোগ।

>>>  স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :