সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফুটবল৷ দল।
আজ(১ জুলাই) শনিবার ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ম্যাচে জামাল ভূঁইয়ার দল লড়াকু ফুটবল উপহার দিয়েছে। ম্যাচের মূল ৯০ মিনিট ছিল গোলশূন্য। যেই কারণে খেলা গড়িয়ে থাকে অতিরিক্ত সময়ে।
একমাত্র গোলটি পেতে শক্তিশালী কুয়েতকে অপেক্ষা করতে হয়েছে ১০৭ মিনিট পর্যন্ত।
এই রকম পরাজয়ে কোনো দুঃখ নেই বলে সোশ্যাল সাইটে মন্তব্য করছেন ফুটবলপ্রেমীরা। দীর্ঘদিন ধরে সমালোচনায় বিদ্ধ বাংলাদেশের পুরুষ ফুটবল দল যেই পারফরম্যান্স উপহার দিল, কুয়েতের মতো প্রতিপক্ষের চোখে চোখ রেখে যেভাবে লড়াই করে গেছে, সেটাই সবার মন জয় করে নিয়েছে। হয়তো ভাগ্যটাই আজ বাংলাদেশের পাশে ছিল না।
তাই মুরসালিনদের প্রশংসায় পঞ্চমুখ অন্য খেলা ও বিনোদনের তারকারাও। জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ফুটবল দলের কয়েকটি ছবি আপলোড করে বলে ফেসবুকে লিখেছেন, ‘ভালো খেলেছ’।
চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘দারুণ খেলেছে বাংলাদেশ। প্রিয় টিম, আপনারা মাথা নিচু করে থাকবেন না, হতাশ হবেন না।
কুয়েতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে এভাবে ৯০ মিনিট আটকে রাখা চাট্টিখানি কথা না। কুয়েত এশিয়া কাপে খেলা দেশ, তাদেরকে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে যাওয়া, চোখ চোখ রেখে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত লড়ে যাওয়া―অবশ্যই তার অ্যাপ্রিশিয়েট করতে হবে। ভাগ্য পক্ষে থাকলে ৯০ মিনিটেই ম্যাচ জিতে নিতে পারতাম আমরা। আজ হয়নি, কিন্তু এমন টিম স্পিরিট থাকলে সাফল্য ধরা দেবেই। মোরসালিন, রাকিব, জিকো, তারিকরাই আমাদের রত্ন।
এই কোচকে আমাদের সময় দিতে হবে। ট্যাক্টিকালি দারুণ একজন কোচ পেয়েছি আমরা। সাবাস বাংলাদেশ।’
চিত্রপরিচালক মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ফুটবল কেবল গোল করার খেলাই না, গোল ঠেকানোরও খেলা। একটা গোল ঠেকানো একটা গোল করারই সমান। তবু আক্রমণই ফুটবলের সব গ্ল্যামার নিয়াই বইসা আছে। বিপক্ষ দল তোমার চেয়ে শক্তিশালী হইলে তোমার খেলা ওই অনুসারেই সাজাইতে হবে। লেবানন, মালদ্বীপ, ভুটান ও কুয়েতের বিরুদ্ধে খেলা দেখলেই বুঝবেন বাংলাদেশ বিভিন্ন রকম পরিস্থিতিতে নিজেদের খেলা অ্যাডাপ্ট করছে। ও খুবই দুর্দান্ত করছে। অসাধারণ! ও পরিশেষে, অল হেইল জিকো।’
অভিনেতা শতাব্দী ওয়াদুদ লিখেছেন, ‘ইস মুরসালিনের প্রথম গোলটা যদি হয়ে যেত! রাকিবের শটটা যদি ক্রসবারে না লাগত! ভালো খেলেছ বাংলাদেশ পুরো টুর্নামেন্টে! গোলকিপার জিকো দুর্দান্ত! এই টুর্নামেন্টে বেশ কয়েকজন ভালো ফুটবলার পেয়েছি, যারা সামনে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে! বেটার লাক নেক্সট টাইম!’ খ্যাতিমান ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম লিখেছেন, ‘আজকের দুর্দান্ত ও সাহসী পারফরম্যান্সের জন্য আমাদের ফুটবল দলকে অভিনন্দন। সাবাস আমাদের ছেলেরা।’







