ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরকে পরাজিত করে ফাইনালে ম্যাশবাহিনী

The Daily Slogaan- দৈনিক স্লোগান

টসে জিততে না পেরে ম্যাচ জয়ের রেকর্ড খুব কম। কিন্তু টসে না জিতেও ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দৃঢ়তায় স্কোরবোর্ডে বড়সড় রান তোলার পর, বল হাতে নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ জিতে নিলো মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সকে ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও সেই বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে ১৯ রানে ম্যাচ জিতে নিলো সিলেট। আগামী ১৬ ফেব্রুয়ারি বিপিএলের জমজমাট ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

প্রথমে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৪০রান এবং মাশরাফির ২৮ রানের ওপর ভর করে সিলেট স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৮২ রান।

বিপরীতে জবাব দিতে নেমে রনি তালুকদারের ৬৬ রান সত্ত্বেও সিলেটের বোলারদের সাঁড়াসি বোলিংয়ের সামনে শেষ মুহূর্তে গিয়ে খেই হারিয়ে ফেলে রংপুর। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রংপুর ৮ উইকেটে ১৬৩ রানে থেমে যায়, যার ফলে ১৯ রানে জয় পায় সিলেট এবং ফাইনাল নিশ্চিত হয় ম্যাশ বাহিনীর।

>>>  পেলে-মারাদোনার পাশেই মেসির ভাস্কর্য

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :