বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকটা টস জয় দিয়ে হলো লিটন দাসের। দিবারাত্রির ম্যাচে সফরকারী ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক।
দীর্ঘ প্রায় ৭ বছর পর বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছে ভারত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই ফরম্যাটের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল না থাকায় নেতৃত্ব দিচ্ছেন লিটন।

ভারতের বিপক্ষ এ ম্যাচে একাদশে তিন পেসারের সঙ্গে একজন বাঁহাতি স্পিনার ও একজন অফ স্পিনার রেখেছে স্বাগতিকরা। তাসকিন আহমেদ না থাকায় ডানহাতি পেস আক্রমণে হাসান মাহমুদের সঙ্গে এবাদত হোসেন। ওপেনিংয়ের ভাবনায় একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।
ভারত দলে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার কুলদিপ সেনের।
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন ও মোহাম্মদ সিরাজ।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব