
এবারের বই মেলায় আসছে আনোয়ার সজীব এর সম্পাদিত একটি সংকলন গ্রন্থ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়কার মোট ১৯ (ঊনিশ) টি গুরুত্বপূর্ণ ভাষন নিয়ে সাজানো হয়েছে গ্রন্থটি। বইয়ের প্রথমেই সংকলিত হয়েছে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার স্বদেশে প্রত্যাবর্তনের পর মানিক মিয়া এভিনিউ তে দেওয়া ভাষণটি, যেটির নাম দেওয়া হয়েছে 'আমি আপনাদের কাছে এসেছি' এবং এই নামেই গ্রন্থটির ও নামকরণ করা হয়েছে। প্রতিটি ভাষণের মধ্য থেকে আইকনিক লাইন নিয়ে প্রতিটি ভাষণের ই শিরোনাম দেওয়া হয়েছে।
গ্রন্থটি সম্পর্কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ জনাব গাজী হাফিজুর রহমান লিকু। তিনি বলেন, 'সময়ের সূর্য সন্তানেরা সাহসী পদক্ষেপের মাধ্যমে কাজ করে দেশ ও জাতির উন্নয়নে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে সংস্কার করে ঘুনে ধরা সমাজ ব্যবস্থা।'
গ্রন্থটির সম্পাদক বলেন, 'আমি এমন কিছু একটা করতে চেয়েছিলাম যাতে বাংলাদেশ নামক দেশটির সবচেয়ে সফল ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়কের সফলতার গল্প রক্ষিত থাকে এবং প্রজন্মের পর প্রজন্ম জানতে থাকবে তাঁর সফলতার সেই গল্প। '
বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত এবং প্রকাশিত হচ্ছে 'গ্রন্থরাজ্য' প্রকাশনী থেকে। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে বইটি পাওয়া যাবে গ্রন্থরাজ্যের ৪৩৩-৪৩৪ নং স্টলে। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা 'মাতৃভূমি' তে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর স্টলেও পাওয়া যাবে গ্রন্থটি।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব