ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষকরা

শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাক্রমের পাঠদান শুরু হয়েছে। অথচ ৪ লাখেরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ দিতে ১৯০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। শিক্ষকদের নতুন কারিকুলামের ভিত্তিতে দক্ষতা বাড়িয়ে বিষয়ভিত্তিক অনলাইন ও অফলাইন, এই দুই ধরনের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা রয়েছে এ প্রকল্পে। ইতোমধ্যে উক্ত প্রকল্পের অধিকাংশ অর্থ ব্যয় হলেও তার ফল প্রায় শূন্যের কোঠায়। কারণ অধিকাংশ শিক্ষক এখনো নতুন শিক্ষাক্রমের পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৬ হাজারেরও বেশি শিক্ষক এখনো অনলাইন প্রশিক্ষণ নিতে পারেননি। আর প্রাথমিক পর্যায়ে এ প্রশিক্ষণ এখনও শুরুই হয়নি। অন্যদেকে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে নতুন কারিকুলামে পড়ালেও শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। অথচ গত ২ জানুয়ারি থেকে সকল স্কুলের প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে। পাঠদানের ক্ষেত্রে নতুন শিক্ষাকার্যক্রম সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ ব্যাতিত এই কারিকুলামে পাঠদান সম্ভব নয়। শিক্ষকরা এ ধরনের শিক্ষাক্রমে অভ্যস্ত না থাকায় উপযুক্ত ও ভালো মানের প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

>>>  ২৯ বছরেও কেন বাংলাদেশের মানুষের উন্নতি হয়নি?

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :