
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকে (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার যশোর বোর্ড থেকে বেশি শিক্ষার্থী পাস করেছে। এই বোর্ডে এবার ৯৫ দশমিক ১৭ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর সব থেকে কম পাস করছে সিলেট বোর্ডে। এই বোর্ডে এবার ৭৮ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এসময় তিনি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।
কুমিল্লা বোর্ডে ৯১ দশমিক ২৮ শতাংশ, ঢাকা বোর্ডে ৯০ দশমিক ৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৬১ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৯ দশমিক ৫৫ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯ দশমিক ২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭ দশমিক ৫৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ২২ শতাংশ এবং দিনাজপুর বোর্ডে ৮১ দশমিক ১৬ শতাং শিক্ষার্থী পাস করেছে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব