ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম তীরে ফিলিস্তিনি জেনিন ক্যাম্পে ইসরায়েলি হামলা

ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার পর জেনিনে টায়ারে আগুন দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযান শুরু হয়ে থাকে একাধিক বিমান হামলার মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, একটি আবাসিক এলাকা থেকে হামলার পর ধোঁয়া উছে চলছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান অভিযানে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং ১২ জন আহত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘তারা জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছে। সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক মানুষের ক্ষতি করার চেষ্টা করলে আমরা কখনোই চুপ থাকব না।’ তারা বলেছে, ওই ক্যাম্পটি একটি ‘সন্ত্রাসী ঘাঁটি’ হিসেবে ছিল।

জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে।

তারা বলেছে, ‘আমরা শেষ নিঃশ্বাস এবং বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব। আমরা সমস্ত দল এবং সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।’শিবিরের গলিতে কয়েক ডজন সশস্ত্র এবং মুখোশধারী ফিলিস্তিনি মোতায়েন করা হয়েছিল।

ক্যাম্পের বাসিন্দা আহমেদ জাকি বিবিসিকে বলেছেন, ‘ইসরায়েলি সেনাদের কয়েকটি গাড়ি রাস্তা থেকে ক্যাম্পের খুব কাছেই প্রবেশ করেছে।

গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে একটি অভিযানের সময় কমপক্ষে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল তারা। কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হেলিকপ্টার ব্যবহার করে আক্রমণ করেছিল। ওই হামলায় সাতজন ইসরায়েলি সেনা এবং সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হয়ে থাকেন।

সূত্র : বিবিসি

>>>  ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কিশোরকে হত্যা, গ্রেপ্তার দুই

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :