ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হি‌সে‌বে নি‌য়োগ দি‌য়ে‌ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ক‌বির‌কে ওই প‌দে নি‌য়োগ দি‌য়ে রোববার প্রজ্ঞাপন জারি ক‌রে‌ছে।

তাকে ম‌ন্ত্রিপ‌রিষদ স‌চিব হিসেবে নি‌য়োগ দি‌য়ে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর‌পোরেশনের চেয়ারম্যান নাজমুল আহসানকে পদোন্নতি দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

চুক্তিতে নিয়োজিত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চাকরির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হবে। কবির বিন আনোয়ার খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন।

১৯৬৪ সালের ৪ জানুয়ারি সিরাজগঞ্জে জন্ম নেন কবির বিন আনোয়ার। তার বাবা আনোয়ার হোসেন রতু একজন বীর মুক্তিযোদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান দেন।

২০১৫ ও ২০১৬ সালে তিনি এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালকও ছিলেন তিনি।

২০১৮ সালের ২২ মার্চ কবির বিন আনোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং সেন্টার ফর এনভায়রমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন নিযুক্ত করা হয়। এরপর তিনি ২০২০ সালের ২২ জুন সিনিয়র সচিব হন।

>>>  ১৬ জানুয়ারি সারাদেশে মিছিল-সমাবেশ করবে বিএনপি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :