
হলিউডের জনপ্রিয় অ্যাকশন অভিনেতা ব্রুস উইলিস ডিমেনশিয়া’য় আক্রান্ত ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উইলিসের পরিবার ‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’য় আক্রান্ত হওয়ার বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘২০২২ সাল থেকে অ্যাফেসিয়ায় ভুগছেন ব্রুস। সেই সমস্যা আরও বেড়েছে।’
‘ফ্রন্টোটেমপোরাল ডিমেনশিয়া’ বা এফটিডি এমন এক ধরনের সমস্যা যার ফলে একাধিক অসুখ দেখা দিতে পারে। সহজ কথায়, এর ফলে মস্তিষ্কের ফ্রন্টাল ও টেমপোরাল লোব সঙ্কুচিত হতে থাকে।
সাধারণত এতে মস্তিষ্কের এমন এক অংশ ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আক্রান্ত ব্যক্তির আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষা ব্যবহারের ক্ষমতা প্রভাবিত হয়। ব্রুসের পরিবার যে বিবৃতি দিয়েছে তাতেও সেই সমস্যার কথা স্পষ্ট। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যবশত, কথা বলায় সমস্যা ছাড়া আরও একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ব্রুসকে। পুরো বিষয়টি খুবই কষ্টকর। শুধু একটি জিনিসই নিশ্চিন্ত করছে। তার কী হয়েছে, সেটা আমাদের কাছে স্পষ্ট।’
‘ডাই হার্ড’ সিনেমাখ্যাত ব্রুস উইলিসের যে রোগ ধরা পড়েছে, এই রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। পরিবারের পক্ষ থেকেও সেই কথা জানিয়েছে। তবে একই সঙ্গে এটিও স্পষ্ট যে হাল ছাড়তে রাজি নন কেউ। শুধু বর্তমান স্ত্রী এমা হেমিং উইলিস নন, ব্রুসের পাশে দাঁড়িয়েছেন তার প্রাক্তন স্ত্রী ও হলিউড-তারকা ডেমি মুর।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব