
রাজধানীর ইডেন কলেজে স্ট্যাম্প ব্যবহার করে ছাত্রী পেটালো ছাত্রলীগ নেত্রী রোকসানা ।
জানা যায় খারাপ আচরণের প্রতিবাদ করায় উক্ত কলেজের এক ছাত্রীকে স্টাম্প দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে। পেটানোর পর তাঁর চুল ছিঁড়ে দেন এবং বঁটি নিয়েও তাঁকে ধাওয়া করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা আবাসিক হলের ৫০৬ নম্বর রুমে এই নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনের ভুক্তভোগী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নির্যাতনের ছবি গণমাধ্যমে ছড়ায়নি, তবে তা বীভৎস বলেছেন স্থানীয় প্রতিনিধি।
অভিযুক্ত ওই নেত্রীর পুরো নাম নুজহাত ফারিয়া রোকসানা এবং তিনি ইডেন কলেজে শাখা ছাত্রলীগের সহসভাপতি। এ ছাড়াও তিনি কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার ‘ডান হাত’ বলে পরিচিত ও সমালোচিত। এর আগেও রোকসানার বিরুদ্ধে কলেজের আরেক নেত্রীকে মারধর, সিট দখল ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগও উঠে এসেছিলো। তা নিয়েও গণমাধ্যমেও সংবাদ প্রচারিত হয়েছিলো। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘রোকসানা হলে সিট বাণিজ্য করে এবং সে বাইরের মেয়েদের টাকার বিনিময়ে হলে রাখে। সে এক রুমে ২০ জন করে মেয়ে রাখে এবং টাকা নিয়ে আমাদের হলে তুললেও এখন পর্যন্ত সিট বরাদ্দ করে দেয়নি।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব