
ব্রাজিলের ফুটবল ডিফেন্ডার দানি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে সম্মতি বিহীন অন্তর্বাসে হাত দেওয়ার অভিযোগ করেছে এক নারী।
নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনার একটি নাইট ক্লাবে আড্ডায় মেতেছিলেন ৩৯ বছর বয়সী রক্ষণভাগের এই ফুটবলার। সেখানেই শুরু হয় এক বিপত্তিকর পরিবেশ। সাবেক বার্সা ডিফেন্ডার, ব্রাজিলিয়ান এই তারকা কোনো ধরনের অনুমতি ছাড়াই এক নারীর অন্তর্বাসে হাত দিয়ে ফেলেন। বিষয়টি ওই নারীর নিকট বেমানান বোধ হয় এবং সম্মানে বাঁধে। তাতে চড়াও হয়ে যান ওই নারী। আর সঙ্গে সঙ্গেই বন্ধু ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করেন ওই রমনী। তাই এক ফাঁকে ঘটনাস্থল ত্যাগ করেন খ্যাতনামা এই ডিফেন্ডার।
স্প্যানিশ এক সংবাদমাধ্যম জানিয়েছে, যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করেছেন দানি আলভেস। তাঁর ভাষ্যমতে, ওই ক্লাবে তিনি অল্প সময় ছিলেন এবং তখন এমন কোনো ঘটনাই ঘটেনি।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব