অনূর্ধ ঊনিশ প্রমীলা টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলা টাইগ্রেসরা। এরই সাথে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খাতা খুলতে সক্ষম হলো বাংলা প্রমীলা টিম। তাই এটি একটি ঐতিহাসিক জয় বলা যায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়ান নারী টিম এবং ২০ অভারে তারা ১৩০ রান করে।
বিরতির পর ব্যাটিং এ নামে টাইগ্রেস সদস্যরা। মাত্র ৩ টি উইকেটের পতনের মাধ্যমে ৭ উইকেটে জয় লাভ করে বাংলা প্রমীলা দল। ১৮ অভারে ১৩২ রান করে জয় নিশ্চিত করে তারা। উল্লেখ্য যে, ২ অভার হাতে রেখেই জয় নিশ্চিত হয় টিম টাইগ্রেসদের।
এই জয়ের ধারা অব্যাহত রেখে সামনে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন টিমের প্রতিটি সদস্য।







