ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৫ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার । এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার।রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায়।

তথ্য মতে, ডিসেম্বরের ১৫ দিনের প্রতিদিনে প্রবাসী আয় এসেছে ৭ কোটি ১৩ লাখ ১৮ হাজার মার্কিন ডলার।

আগের বছর একই সময়ে এসেছিল ৫ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ মার্কিন ডলার। তাছাড়া চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ৬ হাজার ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ মার্কিন ডলার। এই হিসাবে ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।

>>>  বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :