ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অক্টোবরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে

অক্টোবরের মাঝামাঝি সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছে ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

আজ বুধবার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এম এ এন ছিদ্দিক বলেন, অক্টোবরের শেষ সপ্তাহে যখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকেই ট্রেন চলাচল শুরু হবে। প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল―এই তিন স্টেশনে ট্রেন থামবে।

পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলোকে খুলে দেওয়া হবে। সে জন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সবগুলো স্টেশনে ট্রেন থামবে।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রো রেল পথ নির্মাণের কাজ আগামী ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে  উল্লেখ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘আশা করছি আগামী অক্টোবরের ১৫ তারিখের মধ্যে আমাদের সকল কাজ শেষ হয়ে যাবে।

এরপর প্রধানমন্ত্রী আমাদের যেদিন সময় দেবেন সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল উদ্বোধন করে চালু করা হবে।’

অনুষ্ঠানের শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ রুট অ্যালাইনমেন্টে সড়কের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ী) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পর্যায়ক্রমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের সবকটি স্টেশন চালু হয়ে থাকে।



>>>  ভয়াবহ বন্যায় ঝুকিতে দক্ষিণ চট্টগ্রাম

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :