
বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় ধাপে অফার লেটার ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার পদে নিয়োগের উদ্দেশ্যে ২০২১ সালের ২৮ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গত ১৫ মে তারিখের প্রার্থী নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তির সূত্রে বিদ্যমান প্যানেল থেকে দ্বিতীয় পর্যায়ে পাঁচজন প্রার্থী বরাবর ইস্যুকৃত অফার লেটার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
যেসব প্রার্থীর নামে অফার লেটার ইস্যু করা হয়েছে তাঁদের রোল নম্বরগুলো হলো—৯০০৫৩০, ৯০১০৩৬, ৯০৪৪৮৪, ৯০০৩৯০ ও ৯০০০১৭ =মোট ০৫ জন।
প্রার্থীরা তাঁদের নিজেদের সিভি আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি এবং সংশ্লিষ্ট কাগজপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের আগামী ১০ আগস্টের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকায় রিপোর্ট করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে তাঁর নিয়োগ বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়ে থাকে।
প্রকাশক: মনসুর মো. এন হাসান
সম্পাদক: মো. আশরাফুল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী-সম্পাদক: আনোয়ার সজীব